
প্রথম আলো ও ডেইলি স্টারে কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে মোট ৩১ জনকে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়ার সেন্টারে এক ব্রিফিং এসব তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, প্যানাল কোট, সাইবার, এন্টি টেরোরিজমসহ চারটি ধারায় মামলা দায়ের হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এসময় পুলিশ কেন শক্ত অবস্থান নেয়নি এমন প্রশ্নে জানানো হয়, যেকোনো রকম হতাহত এড়াতেই শক্ত অবস্থানে যায়নি পুলিশ। তবে আগামীতে এই ধরনের তথ্য পেলে আরও সতর্ক থাকবে পুলিশ।
সেইসাথে, পরিচিত কিছু মুখ অনলাইনে এসে খারাপ উদ্দেশ্যে উসকানি দিচ্ছে উল্লেখ করে এ নিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বানও জানায় পুলিশ। একইসঙ্গে অপরাধীদের ধরিয়ে দিতে জনগণের সহায়তাও চাওয়া হয়েছে।
এর আগে, সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, প্রথম আলো ও ডেইলি স্টারসহ দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেফতার করার কথা জানানো হয়। বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।