‘বেহেশতে না গিয়ে’ জামায়াতের ইফতারে গেলেন কাদের সিদ্দিকী

টাঙ্গাইল জেলা জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর সঙ্গে বেহেশতে যেতেও রাজি নন’ বলে ঘোষণা দেওয়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অংশ নিয়েছেন।

শনিবার (৮ মার্চ) টাঙ্গাইলের প্রেস ক্লাব মিলনায়তনে টাঙ্গাইল জেলা জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন তিনি। তবে ইফতার মাহফিলে কোনো বক্তব্য দেননি তিনি।

জানা গেছে, ২০২৩ সালের ২৬ জানুয়ারি টাঙ্গাইলে সখিপুর উপজেলার হতেয়া হাজী হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী বলেছিলেন, ‘আল্লাহ যদি আমাকে বেহেশতেও নিতে চান, আমি জামায়াতের সঙ্গে বেহেশতে যাব না। কারণ তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। যুদ্ধের সময় মা-বোনের ইজ্জত হরণ করতে পাকিস্তানিদের সহযোগিতা করেছে। জামায়াত ছাড়া কারো সঙ্গে আমার কোনো বিরোধ নেই।’

এ ছাড়া ২০২১ সালের ৩ ডিসেম্বর রাজধানীতে গণফোরামের মোস্তফা মোহসীন মন্টু অংশের সমাবেশেও বঙ্গবীর বলেছিলেন, ‘যতদিন বিএনপিতে জামায়াত থাকবে, ততদিন বিএনপিওয়ালারা আমাকে কাছেও পাবে না। আমাকে জামায়াতের সঙ্গে আল্লাহ তাআলা যদি বেহেশতে নিতে চান, আর তখন যদি জ্ঞান থাকে বলবার মতো, আমি বলব, জামায়াতের সঙ্গে আমি বেহেশতেও যেতে চাই না।’

তিনি আরও বলেছিলেন, জামায়াত জাতির কাছে মাফ চাক, ভুল স্বীকার করুক, তারপর রাজপথে আসুক।’


টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইফতার মাহফিলে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *