ফাতেহা শরীফ পাঠের নিয়ম ও ফজিলত

প্রার্থনা | ছবি সংগৃহীত

বর্তমান সময়ে মানুষের আয়ুষ্কাল যেমন কমে গেছে, তেমনি কর্মব্যস্ততাও আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। অনেক সাধারণ মুসলমান কুরআন শরীফ পাঠে অক্ষম, আর যারা পড়তে পারেন, তাদের বেশিরভাগই সময়ের অভাবে বছরে একবারও কুরআন খতম করার সুযোগ পান না। অথচ ফাতেহা শরীফ পাঠের মাধ্যমে একজন সাধারণ ব্যক্তি প্রতিদিনই আট খতম কুরআনের ফজিলত অর্জন করতে পারেন।

আপনি পার্থিব সকল চিন্তা থেকে মুক্ত হয়ে, খেয়াল ক্বাল্বের গভীরে নিমগ্ন হয়ে, পূর্ণ আদব, ভক্তি, মহব্বত ও আজিজির সঙ্গে নিম্নলিখিত নিয়মে ফাতেহা শরীফ পাঠ করবেন:

(ক) ‘আউজুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজীম’ – ১ বার;

(খ) ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ – ১ বার বলে; ‘আস্তাগ ফিরুল্লাহা রাব্বি মিন কুল্লি জামবিউ ওয়াতুবু ইলাইহি’ – ৭ বার;

(গ) ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ – ১ বার বলে; ‘সূরা ফাতিহা’ – ৩ বার;

(ঘ) ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ – ১ বার বলে; ‘সূরা ইখলাস’ – ১০ বার;

(ঙ) ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ – ১ বার বলে; ‘দরুদ শরীফ’ – ১১ বার পাঠ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *