অলী-আল্লাহ্‌গণের মর্যাদা ও তাঁহাদের শানের প্রকৃত উপলব্ধি

একজন অলী-আল্লাহ্‌র শান অপার ও মহিমান্বিত। যাহারা তাঁহার প্রেম রহস্য উপলব্ধি করিতে সক্ষম হয়, তাহারা তাঁহার মাহাত্ম্য হৃদয়ে ধারণ করিয়া শ্রদ্ধাভরে তাঁহার বন্দনা করিতে থাকে। অলী-আল্লাহ্‌গণ খোদার অনুগ্রহে আলোকিত, তাঁহাদের জীবন হইতে ছড়াইয়া পড়ে হিদায়াতের নূর।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, অনেকেই তাঁহাদের শান অনুধাবন করিতে অসমর্থ হয় এবং তাঁহাদের মর্যাদার যথার্থ মূল্যায়ন করে না। অথচ অলী-আল্লাহ্‌গণ খোদার মহব্বতের প্রতিচ্ছবি, তাঁহাদের দরবার হইতে রহমত বর্ষিত হয়। যাহারা প্রকৃত হৃদয় দিয়া তাঁহাদের ভালোবাসে, তাহারাই খোদার সান্নিধ্যে উপনীত হইতে সক্ষম হয়।

সুতরাং, অলী-আল্লাহ্‌র শানকে যথাযথভাবে কদর করা ও তাঁহাদের ভালোবাসায় নিজেকে সমর্পিত করা ইহকালের সৌভাগ্য এবং পরকালের মুক্তির অন্যতম মাধ্যম।

লেখা: মাহদী রিয়াদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *