ইতিহাস: সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী (রহ.) ১৯৮৫ সালের ২৯ মার্চ চন্দ্রপাড়া দরবার শরীফ থেকে ঢাকায় আসেন মোহাম্মদী ইসলামকে আরও ব্যাপকভাবে প্রচার করার জন্য। তার আগমনের পর ঢাকায় তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরের দিন, ৩০ মার্চ, ১৯৮৫ তারিখে, সুফি সম্রাট আশেকে রাসূল মোঃ শফিউদ্দিন ৯৮ আরামবাগ, মতিঝিল, ঢাকার বাসভবনে তাঁর মুর্শিদ ইমাম শাহ চন্দ্রপুরী (রহ.)-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওরস মোবারক পালন করেন। এভাবেই, সুফি সম্রাট হুজুর কিবলাজান বিশ্বব্যাপী মোহাম্মদী ইসলাম প্রচারের তার নতুন অভিযান শুরু করেন। এর জন্য, প্রথমে তিনি ঢাকার ১৫৪ আরামবাগে অস্থায়ীভাবে একটি কেন্দ্রীয় কার্যালয় স্থাপন করেন।