প্রতিবাদ – রাফি আল-কদর
একি হলো মোর সোনার দেশে;
কেন এত হিংসা মানুষে মানুষে?
কেন এত অন্যায় বিচার কাজে?
কেন এত অধঃপতন চরিত্র মাঝে?
একি হলো মোর সোনার দেশে;
কেন এত হিংসা মানুষে মানুষে?
কেন এত অন্যায় বিচার কাজে?
কেন এত অধঃপতন চরিত্র মাঝে?
একজন অলী-আল্লাহ্র শান অপার ও মহিমান্বিত। যাহারা তাঁহার প্রেম রহস্য উপলব্ধি করিতে সক্ষম হয়, তাহারা তাঁহার মাহাত্ম্য হৃদয়ে ধারণ
ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুরের জন্মদিনকে কেন্দ্র করে দেশ ও বিদেশের আশেকে রাসুলগণ বিভিন্ন স্থানে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ করে থাকেন।