ইমাম কুদরত এ খোদার জন্মদিন উপলক্ষ্যে ইনসানিয়াত ফ্রেন্ডস সোসাইটির মাসব্যাপী ইফতার বিতরণ

সর্বস্তরের মানুষের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি

ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুরের জন্মদিনকে কেন্দ্র করে দেশ ও বিদেশের আশেকে রাসুলগণ বিভিন্ন স্থানে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ  করে থাকেন।
 
তারই ধারাবাহিকতায় ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুরের ৪০তম শুভ জন্মদিন উপলক্ষ্যে ইনসানিয়াত ফ্রেন্ডস সোসাইটির আয়োজনে ও মতিঝিল ৯নং ওয়ার্ল্ড দেওয়ানবাগী দলের সার্বিক সহযোগিতায় সর্বস্তরের মানুষের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি পালন করছেন।

ইমাম ড. কুদরত এ খোদা হলেন সূফী সম্রাট সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ানবাগী (রহ.) হুজুরের সুযোগ্য উত্তরসূরী, মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী  ও দেওয়ানবাগ শরীফের পরিচালক।


১৯৮৫ সালের লাইলাতুল কদরের রজনী যাকে হাজার মাসের শ্রেষ্ঠ রজনী বলা হয়। সেই পবিত্র রজনীতে শুভ আগমন হলো, যুগের ইমাম শাহ্ দেওয়ানবাগী (রহ.) ও মহীয়সী মাতা সৈয়দা হামিদা বেগম (রহ.) কোল জুড়ে এক জ্যোতির্ময় নূরের পুতুল।

এই রহমত ও বরকতময় রজনীতে ধূলির ধরায় শুভাগমন করায় এই জ্যোতির্ময় মহামানবের নাম করণ করা হয় কদর (কুদরত এ খোদা)

তিনি যে কোনো সাধারণ ব্যক্তি নন তা শিশুকাল থেকেই প্রকাশ হয়েছে। এই মহামানব মাতৃগর্ভে সাত মাস বয়সেই ধূলির ধরায় শুভাগমন করেন এবং সাত দিন বয়সে তার মহান পিতার শাহাদত আঙুল মোবারক ধরে শায়িত অবস্থা থেকে দাঁড়িয়ে আল্লাহ্ প্রদত্ত উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত করেন।

২ thoughts on “ইমাম কুদরত এ খোদার জন্মদিন উপলক্ষ্যে ইনসানিয়াত ফ্রেন্ডস সোসাইটির মাসব্যাপী ইফতার বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *