প্রতিবাদ
লেখক: রাফি আল-কদর
একি হলো মোর সোনার দেশে;
কেন এত হিংসা মানুষে মানুষে?
কেন এত অন্যায় বিচার কাজে?
কেন এত অধঃপতন চরিত্র মাঝে?
কেন এত নৈতিক অবক্ষয়?
কেন ভুলে যায় স্রষ্টার ভয়?
কেন তারা মানুষরূপী পিশাচ আজ?
কেন তারা হত্যাকারী শকুন বাজ?
কেন ধর্মের নামে অধর্মের লালন?
কেন সত্যের গোপন মিথ্যা প্রতিপালন?
কেন শ্রেষ্ঠত্বের খেলায় মত্ত হয়ে যাই?
মনুষ্যত্ব হারিয়ে মানুষ দেখাতে চাই।
মানুষরূপী মানুষ দেখতে সবাই,
আত্মশুদ্ধি ছাড়া প্রকৃত মানুষ নয়।
১০-০৫-২০২৫