দেওয়ানবাগী হুজুর সম্পর্কে যত প্রশ্ন : সঠিক তথ্য জানুন

সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.)

সূফী সম্রাট দেওয়ানবাগী কে

সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান একজন সুন্দর আদর্শ ও অনুপম মহত্তম চরিত্রের আদলে প্রতিষ্ঠিত আকর্ষণীয় ব্যক্তিত্বসম্পন্ন এক মানব দরদি মহামানব। তিনি ছিলেন সুফিদের সম্রাট, বেলায়েতের যুগের শ্রেষ্ঠ সংস্কারক। তিনি একজন অসাধারণ বাগ্মী এবং তাঁর ভাষণে সহজেই মন্ত্রমুগ্ধ হয়ে যেত অগণিত শ্রোতার দল।

দেওয়ানবাগী হুজুরের জন্ম কবে

১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ আবদুর রশিদ সরদার। মা সৈয়দা জোবেদা খাতুন। ছয় ভাই দুই বোনের মধ্যে তিনি সবার ছোটো। নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদরাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশুনা করেন।

দেওয়ানবাগী হুজুরের মূল নাম কী

দেওয়ানবাগী হুজুরের মূল নাম সৈয়দ মাহবুব এ খোদা। তাঁর নামকরণ করেন ফখরে বাঙাল মাওলানা তাজুল ইসলাম। তিনি সবার নিকট দেওয়ানবাগী নামেই সবচেয়ে বেশি পরিচিত।

মাহবুব এ খোদা অর্থ কী

মাহবুব এ খোদা অর্থ খোদার প্রিয় বা আল্লাহর প্রিয়।

দেওয়ানবাগী নামের উৎপত্তি কীভাবে

নারায়ণগঞ্জে দেওয়ানবাগ নামের একটি স্থানে সৈয়দ মাহবুব এ খোদা হুজুর দরবার তৈরি করেন। সেখান থেকেই তার নামের সঙ্গে দেওয়ানবাগী শব্দটি যুক্ত হয়। পরবর্তীতে মতিঝিলের ১৪৭ আরামবাগে স্থায়ী দরবার গড়ে কার্যক্রম শুরু করেন।

দেওয়ানবাগী হুজুর কি মুক্তিযোদ্ধা

হ্যাঁ, দেওয়াবাগী হুজুর একজন মুক্তিযোদ্ধা।১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে দেওয়ানবাগী হুজুর ৩ নম্বর প্লাটুন কমান্ডার হিসেবে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। যুদ্ধ শেষে তিনি সেনাবাহিনীর ১৬ বেঙ্গল রেজিমেন্টে রিলিজিয়াস টিচার হিসেবে দায়িত্ব পালন করেন।

বিস্তারিত পড়ুন: ৭১ এর মুক্তিযুদ্ধে দেওয়ানবাগী হুজুরের ভূমিকা

দেওয়ানবাগী হুজুরের মুর্শিদ কে

ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ চন্দপুরী (রহ.)। তিনি চন্দ্রপাড়া পাক দরবার শরীফ এর প্রতিষ্ঠাতা ও তৎকালীন যুগের শ্রেষ্ঠ অলী-আল্লাহ। দেওয়ানবাগী হুজুর তাঁর মুর্শিদের দরবারের প্রধান খলিফা ও ওলামা মিশনের প্রধান ছিলেন।

দেওয়ানবাগী হুজুরের ওফাত তারিখ

সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী ২০২০ সালের ২৮ ডিসেম্বর সোমবার ভোর ৬টা ৪৮ মিনিটে ওফাত লাভ করেন। ওফাতকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

আরো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন!

৫ thoughts on “দেওয়ানবাগী হুজুর সম্পর্কে যত প্রশ্ন : সঠিক তথ্য জানুন

  1. একজন বীর মুক্তিযোদ্ধা এবং মানুষকে সুচরিত্রের অধিকারী বানানোর শিক্ষককে নিয়ে ব্লগ বানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

  2. সুফি সম্রাট হজরত শাহ্ দেওয়ানবাগী ( রহ.) হুজুর কেবলা জানের পরশময় কদমে জানাই আমার লাখো কোটি ছালাম ও কদমবুসি।
    তার এই আত্মজীবনী আমাকে আরো বেশী অনুপ্রাণিত করেছে। মহান মালিকের দয়া ভিক্ষা চাই, আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *